বান্দরবানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের সম্মানী প্রদান না করায় বান্দরবানে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
রোববার বান্দরবান প্রেসক্লাবে সংবাদ অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ম্যরাথনে অংশ গ্রহনকারী মোঃ সুমন। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে প্রতিযোগিতায় বান্দরবানের ৩২জন ম্যারাথনের অংশ গ্রহনকারী দৌড়বিদ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিরা এ ব্যপারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী,জেলা পরিষদের চেয়ারম্যান,জেলা প্রশাসক,পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে স্বারকলিপিও প্রদান করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ম্যরাথনে অংশ গ্রহন কারী মোঃ সুমন। তিনি তার বক্তব্যে বলেন ম্যারাথন কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুত দৌড়বিদদের অর্থ প্রদান না করে তারা নিজরাই তা আত্নসাত করেছেন। দৌড়বিদরা অভিযোগ করে আরও বলেন এ ম্যারাথন প্রতিযোগিতার কমিটির লোকজন তাদের প্রতিশ্রুত অর্থ প্রদান না করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ম্যারাথন প্রতিযোাগতাকে কুলষিত করেছেন।
গত ২৩ জানুয়ারী বান্দরবানে আন্তর্জাতিক স্কাই আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিযোগিরা অংশ গ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.