সোমবার রাঙামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু ও সাধারণ সম্পাদক তোষণ চাকমা নির্বাচিত হয়েছেন।
জেলা আইনজীবি সমিতির সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সোমবার সকাল ১০টা-বিকাল ৪টায় পর্ষন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। মোট ভোটার রয়েছেন ৫৪জন।
১২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, সুব্রত হাওলাদার, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ আবদুল গাফ্ফার মুন্না, সাংস্কৃতিক সম্পাদক মাকসুদা হক এবং নির্বাহী সদস্য উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সেলিমা ওয়াহেদ, সৃজনী চাকমা, শহীদুল ইসলাম ও আবছার আলী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.