আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার বান্দরবানে মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সষ্মিতা খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলিপ কুমার বনিক, পুণিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মোঃ আবু জাফর, জেলা প্রশাসকের সহ ধর্মীনী সুবর্ণা চৌধুরী,সদর উপজেলার এসি ল্যান্ড রুমি চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন পুরুষের পাশাপাশি নারীদের সমান অধিকারের স্বীকৃতি সংবিধানই প্রদান করেছে। তিনি বলেন যে দেশে প্রশানমন্ত্রী,বিরোধী দলীয় নেত্রী, সংসদের স্পীকারসহ নানা গুরুত্বপুর্ণ পদে সন্মানিত নারীরা অধিষ্টিত রয়েছেন সেখানে নারীদের কোন প্রকার অবহেলার সুযোগ কারোর নেই। তিনি নারীদের যথাযথ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে দেশ সেবায় এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.