উদীচী ট্রাজেডির ১৭ বছর পুর্তি উপলক্ষে রোববার রাঙামাটিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উদীচীর জেলা কার্যালয়ে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলার। বক্তব্য রাখেন, উদীচী জেলা সংসদের সদস্য ও রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা,আশীষ বড়ুয়া, চায়না পাটোয়ারী,জেলা সংসদের সাধারন সম্পাদক বিজয় ধর ও শাওন বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, এ হত্যাকান্ডের ১৭ বছর পার হলেও হত্যাযজ্ঞের খলনায়কদের মুখোশ উন্মোচিত হয়নি এখনও। বর্তমান সরকারের আমলে নারকীয় হত্যাকান্ডের তদন্তের কাজ রুরু হলেও তা যেন আবার থমকে গেছে। বক্তারা এ দিবসকে কালো দিবস হিসেবে ঘোষনার দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.