আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার জুরাছড়ি উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
“অধিকার, মর্যাদা, নারী- পুরুষ সামনে সমান” স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জুরাছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী পিপিএম, নারী উন্নয়ন ফোরামের সভাপতি জ্যো¯œা তালুকদার, জুরাছড়ি ইউপি ২নং ওয়ার্ড সদস্য লক্ষীন্দ্র চাকমা, ৭নং ওয়ার্ড সদস্য কিরণ কুমার চাকমা, ৮নং ওয়ার্ড সদস্য বিরঙ্গ মোহন চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, বেসরকারী উন্নয়ন সংস্থা প্রগতি ভিজিডি কর্মসূচীর উপজেলা সমন্বয়কারী সুমন্ত চাকমা। এছাড়াও উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.