কাপ্তাই তথ্য অফিসের ব্যবস্থাপনায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষে আগামী ২৭ মার্চ উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও উদ্ধুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ লক্ষে শুক্রবার উপজেলা রেষ্ট হাউজে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন ইউএনও তারিকুল আলম। বক্তব্য রাখেন তথ্য কর্মকর্তা মোহাঃ হারুন, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হিলালুদ্দিন। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন, ঝুলন দত্ত, আলমগীর কবির, মাহফুজ আলম প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা সরকারের সাফল্যের মধ্যে মাথাপিছু আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিদ্যালয় ভর্তির হার, ঝরে পড়ার হার, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, খাদ্যশস্য উৎপদান, মুক্তিযোদ্ধ ভাতাভোগীর সংখ্যা, ই-সেবা কেন্দ্র, ইন্টারনেট ব্যবহারকারী, সীমান্ত সমস্যা, সমুদ্রসীমা সমস্যা সমাধান ও মানবতাবিরোধী অপরাধের বিচারসহ বর্তমান সরকারের বিভিন্ন অগ্রগতির তুলনামূলক চিত্র তুলে ধরেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.