যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস খাগড়াছড়ির গুইমারা উপজেলায়।
শনিবার রাত ১২টায় ৩১বার তোপধ্বনীর পর পর গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে সকল সহযোগি সংগঠন স্থানীয় উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পর পর গুইমারা উপজেলা বিএনপিও সহযোগী সংগঠন এর পক্ষ থেকে মো: ইউছুপ,প্রেস ক্লাব,সাংবাদিক ফোরাম,গুইমারা থানা,গুইমারা ছাত্র ঐক্যসহ নানা সংগঠন রাতেই স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এদেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন।
সকালে উপজেলা নির্বাহী এবিএম মশিউর রহমান এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন,জাতীয় পতাকা উত্তোলন,আলোচনা সভাসহ দিবসটি উপলক্ষে নানা সরকারী কর্মসূচী বাস্তাবায়ন করেন তিনি। এছাড়াও রাজনৈতিক দলগুলো দিবসটি উৎযাপন উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিবসটি পালন করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.