শনিবার বরকল সদর ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে আয়োজিত জঙ্গি বিরোধী ও এলাকার আইন শৃঃখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজিবির মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কার্বারী (গ্রাম প্রধান) এসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বক্তব্য রাখেন।
এছাড়াও আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার শুভমালা চাকমা সংরক্ষিত মহিলা মেম্বার মাসা মারমা মেম্বার মোঃ আবু বক্কর মেম্বার কালামন চাকমা সহ ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গরীব রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন জোন কমান্ডার লেঃ কর্ণেল আলাউদ্দিন আল মামুন।
জোন কমান্ডার লেঃ কর্ণেল আলাউদ্দিন আল মামুন (পিএসসি) বলেন, জঙ্গিরা দেশ ও জাতির শত্রু। গ্রামে গ্রামে জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে তাদের প্রতিহত করতে হবে। সন্তানরা যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পরে সেই দিকে প্রতিটি অভিভাবককে খেয়াল রাখতে হবে এবং সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.