রাজধানীর গুলশানে হলি অার্টিজান রেস্তোরায় ও বিভিন্ন সময়ে দেশে জঙ্গী হামলার প্রতিবাদে বুধবার রাঙামাটি সরকারী কলেজে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কলেজের একাডেমিক ভবনের সামনে বিবিএস সাধারন শিক্ষক সমিতি রাঙামাটি সরকারী কলেজ ইউনিটের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাফর আহম্মেদ। মানববন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ত্রিবিজয় চাকমাসহ অন্যান্য শিক্ষকরা। মানববন্ধনে কলেজের শিক্ষকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনসহ সাধারন শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা দেশে জঙ্গীবাদ উত্থান ঠেকাতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলেত একযোগে কাজ করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.