লামা উপজেলায় রোববার থেকে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী মেলা শুরু হয়েছে।
লামা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে মেলার উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, লামা বিআরডিবি উপ-পরিচালক মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা নুরে আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহী নেওয়াজ, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ পারভেজ, বিএটিবি ম্যানেজার ফয়সাল মাহমুদ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপুর্ণ নড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.