• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    
 
ads

রাঙামাটিতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে
সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে গণমাধ্যকর্মীসহ সবাইকে সহযোগিতা করতে হবে-নবাগত জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2016   Saturday

রাঙামাটিতে জেলা প্রশাসক হিসেবে সদস্য যোগদানকারী মোহাম্মদ মানজারুল মান্নান শনিবার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্সস মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। 

 

মতবিনিমকালে জেলা প্রশাসক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক রাঙামাটি গড়ার মতব্যক্ত করে জেলার সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে স্থানীয় গণমাধ্য কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।


জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), মো. আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যােিজস্ট্রেট মোয়াজ্জেম হোসাইন ও স্থানীয় সরকার বিভাগের জেলা কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।


এসময় সাংবাদ কর্মীদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, দৈনিক সংবাদের পার্বত্য অঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী, বাংলাদেশ বেতারের রাঙামাটি প্রতিনিধি মোস্তফা কামাল, শান্তিময় চাকমা।

 

এর আগে নবাগত জেলা প্রশাসককে রাঙামাটিতে কর্মকর্মরত গণমাধ্যম কর্মীদের পক্ষ  থেকে ফুলের  তোড়া দিয়ে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়।

 

নবাগত জেলা প্রশাসক আরো বলেন, রাঙামাটিতে বহু জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, ধর্ম, বর্ণ মানুষের বসবাস। এখানে সব সম্প্রদায়ের সম্প্রীতি ও সহাবস্থান রক্ষায় প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এখানে বিভিন্ন বিষয়ে কিছু অনাকাক্সিক্ষত ঘটনাও ঘটেছে। এমনকি তুচ্ছ বিষয়কে ঘিরেও নানা গুজব রটেছে। ভবিষ্যতে এরকম যাতে কিছু না ঘটতে পারে এবং সবার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এজন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এলাকার শান্তিশৃংখলা রক্ষায় প্রশাসেনর একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন সবার ঐকান্তিক চেষ্টা ও সর্বাত্মক সহযোগিতা। এক্ষেত্রে প্রয়োজনে জনস্বার্থে কোনো বিস্ফোরন্মুখ সংবাদ তাৎক্ষণিকভাবে প্রচার থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক।

 

তিনি রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গরুপে চালুর বিষয়ে সর্বাত্মক সহায়তা দেবেন বলে মতব্যক্ত করেন।


উল্লেখ্য,গেল ২২ সেপ্টেম্বর বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফীনের কাছ থেকে অনুষ্ঠানিকভাবে রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন নবগত জেলা প্রশাসক মানজারুল মান্নান। বিদায়ী জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এর আগে মন্ত্রনালয়ের উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ