রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারমান বৃষকেতু চাকমা বলেছেন, রাঙামাটিকে আধুনিক পর্যটন শহরে গড়ে তুলতে একশ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ইতোমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষে মাষ্টার প্লান তৈরীর কাজ শুরু হয়েছে ।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোমবার রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সন্মেলনের তিনি এ কথা জানান।
জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ মুখ্য নিবার্হী কর্মকর্তা এস এম জাকির হোসেন, জেলা পরিষদ পর্যটন বিষয়ক আহবায়ক অমিত চাকমা রাজু প্রমূখ।
সংবাদ সন্মেলনে জানানো হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কাল ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে রাঙামাটিতে মোটর র্যালী, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস উড়ানোর কর্মসূচী নিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.