তথ্য প্রকাশের সংস্কৃতি রোধ করবে দূর্নীতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বরকলে আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যার উদ্যোগে উপজেলা পরিষদের পুরাতন হল রুমে উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি প্রতিময় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা। আলোচনা সভায় সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নীলাময় চাকমা,সামাজিক সুরক্ষা ফোরামের প্রকল্প সমন্বয়ক উদ্ভাসন চাকমা প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সজীব চাকমা সামাজিক সুরক্ষা ফোরামের সহসভাপতি নন্দ বিকাশ চাকমা বক্তব্য রাখেন।
এছাড়াও প্রকল্প কর্মকর্তা শুভাশিষ চাকমা টংগ্যার অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটির শুরুতেই উপজেলা খেলার মাঠ থেকে র্যালী বের করে বাজার এলাকা প্রদক্ষিণ শেষে র্যালীটি উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বিভিন্ন সেবামূলক কর্মকান্ড ও সরকারি বিভিন্ন তথ্য জানার বিষয়ে গুরুত্বারোপ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.