বৃহস্পতিবার খাগড়াছড়িতে সমাজ উন্নয়ন ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের(২য় পর্যায়) আওতায় ২০জন প্রান্তিক চাষী পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠান সভাপতিত্ব করেন পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও পাজেপ সদস্য খগেশ্বর ত্রিপুরাসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ২০জন প্রান্তিক চাষী পরিবারের মাঝে ভেড়া বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কংজরী চৌধুরী বলেন,ভেড়া পালন করেও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তাই পার্বত্য জনপদের প্রান্তিক জনগোষ্ঠির আত্মসামাজিক উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। দারিদ্র দুর করতে সকলকে আরো আন্তরিক হয়ে ভেড়া পালন এবং দেশ ও সমাজ থেকে দারিদ্রমুক্ত করতে সকলকে আরো আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী সামাজিকভাবে ভেড়া চাষের মাধ্যমে ভাগ্য উন্নয়ন সম্ভব বলে উল্লেখ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.