ইউনাউটেডি পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমাসহ আটক ছয় নেতা কর্মীর মুক্তির দাবীতে শুক্রবার কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিনটি সংগঠন।
উপজেলা সদরের কচুখালী এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রজ্ঞা চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন হিল ইউমেন্স ফেডারেশন কাউখালী শাখার সভাপতি কোহেলী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কাউখালী শাখার সাধারণ সম্পাদক অংচিং মারমা, ইউপিডিএফ নেতা বাবলু চাকমা প্রমূখ।
এর আগে একটি বিক্ষোভ-মিছিল উপজেলা সদরের গুরুপূর্ন সড়কে প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে পাহাড়ী ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল ইউমেন্স ফেডারেশন অংশগ্রহণ করেন।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে খাগড়াছড়ির পেরাছড়া থেকে ইউপিডিএফ জেলা সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমাসহ আটক ছয় নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.