শুক্রবার মারমা স্টুডেন্টস কাউন্সিলের রাঙামাটির শাখার নবীণবরণ ও ৮তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের আসামবস্তিস্থ মারমা সাংস্কৃতিক সংসদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী। উদ্ধোধক ছিলেন মারমা স্টুডেন্টস কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি চাথোয়াই মারমা। বক্তব্যে দেন মারমা স্টুডেন্টস কাউন্সিলের রাঙামাটি কলেজ শাখার সভাপতি অনুমা উন্নয়ন কর্মী কংচাই মারমা, হ্লাপ্রুচাই মারমা প্রমুখ।
অনুষ্ঠানে মারমা স্টুডেন্টস কাউন্সিলেররে নেতাকর্মীসহ অনান্যরা উপস্থিত ছিলেন। বিকালে মারমা স্টুডেন্টস কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বক্তারা মারমা সংস্কৃতি রক্ষার জন্য জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.