পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি বলেছেন,শিক্ষায় জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত, তাই জীবনে উন্নতি করতে হলে সু-শিক্ষার কোন বিকল্প নেই। বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে। তিনি প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ায় এগিয়ে যেতে শিক্ষদের আরো বেশি বেশি যতœবান হওয়ার আহবান জানান।
বুধবার বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত বিদ্যালয়ের ছাত্রাবাস ,একাডেমিক ভবন উদ্ধোধন ও কমিউনিটি সেন্টার সির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদস্য ম্রাসা খেয়াং,লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী এম আব্দুল আজিজ,সহকারী প্রকৌশলী মোঃ নুর হোসেন।
সুয়ালক উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সুয়ালক উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী দীপায়ন ঘোষ,উপ-সহকারী প্রকৌশলী আলেক হোসেন জুয়েল, সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু র্মামা,সুয়ালক ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন মেম্বার,সুয়ালক ইউপি ২নং প্যানেল চেয়ারম্যান সংরক্ষিত আসনের মহিলা সদস্যা রিনা বেগম,আব্দুসছবুর মেম্বার,সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল কবির,অন্যান্য সহকারী শিক্ষক-ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
রেইচা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ছাত্রাবাস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেইচা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রসন্ন কান্তি তংচঙ্গ্যা রেইচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাচ প্রু সাবু,উপজেলা আওয়ামীগ নেতা আব্দুল জলিল,রেইচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী র্মামা,বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক-ছাত্র-ছাত্রীরা,বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকরা।
এর আগে পার্বত্য প্রতিমন্ত্রী বান্দরবান সদর উপজেলার রেইচা উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণ,রেইচা থলিপাড়া সপ্নপুরী মহিলা সমিতি ঘর নির্মাণ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর অর্থায়নে বান্দরবান সুয়ালক উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন ও রেইচা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন এবং রেইচা থলি পাড়ায় কমিউনিটি সেন্টার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.