পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে রোববার মহালছড়ি ও নানিয়ারচর উপজেলায় রোববার সকাল-সন্ধ্যা অবরোধে পালিত হয়েছে। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের বেতছড়ির পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন বাতিলের দাবীতে এ অবরোধ ডাকা হয়।
পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো:খলিলুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, রোববার মহালছড়ি ও নানিয়ারচর উপজেলায় রোববার সকাল-সন্ধ্যা অবরোধে দুরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে কোন যানবাহন চলাচল করেনি। সড়ক অবরোধ চলাকালে মহালছড়ি ও নানিয়ারচর, মানিক ছড়িতে গুরুত্বপুর্ণ পয়েন্টে বাঙালী ছাত্র পরিষদের নেতা কর্মীরা ভোর ৬টা থেকে অবস্থান নেন। সর্বাত্মক এবং স্বতস্ফূর্ত অবরোধ পালন করায় পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের উপদেষ্টা পরিষদের সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূইঁয়া সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
প্রেস বার্তায় পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের ক্ষতিপূরণ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন বাতিলের দাবী জানানো হয়েছে। অন্যথায় আরো কঠিন কর্মসূচীর হুঁশিয়ারী উচ্চারণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.