খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মুসলিমনগর এলাকায় ফলজ বাগান কর্তনের প্রতিবাদে ও দোষী ব্যাক্তিকে শাস্তির দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে পানছড়িবাসী।
পানছড়ির মুক্তিযোদ্ধা স্কোয়ারে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা কমিটিসহ সকল ইউপি কমিটি, যুবলীগ ও সকল ইউপি কমিটি, ছাত্রলীগ এবং সকল ইউপি ছাত্রলীগের কমিটি, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম উত্তোরণ সমবায় সমিতি, ক্ষতিগ্রস্থ বাগান মালিক পরিবার, জনপ্রতিনিধি ও সাধারণ জনগন, বাংলাদেশ মানবাধিকার কমিশন পানছড়ি কমিটি, উল্টাছড়ি অর্ণিবান যুব সংঘসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা ও ক্ষতিগ্রস্থ বাগান মালিক মোঃ শফিকুল আলম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.