বান্দরবানের আলীকদমে মঙ্গলবার আম গাছ থেকে পড়ে ১১ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম কলিম উল্লাহ। সে উপজেলায় আমতলীর পূর্ব পালং পাড়ার বাসিন্দা মো. শাকেরের পুত্র।
স্থানীয় পূর্ব পালং পাড়ার বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, মঙ্গলবার শিশুটি ঘুড়ি ওড়াচ্ছিল। এ সময় ঘুড়িটি আম গাছের ডালে আটকা পড়ে। পরে শিশুটি আম গাছে উঠে ঘুড়ি ছাড়ানোর সময় গাছ থেকে পড়ে যায়। ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
১নং আলীকদম ইউপি সদস্য জাকের হোসেন বলেন, শিশুটির মরদেহ স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.