• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়িতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উদযাপন

রূপায়ন তালুকদার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2017   Friday

খাগড়াছড়িতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।

 

 

পাপানছড়ি গণ পাঠাগারে স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যান সমিতির পরিচালিত রিড প্রকল্পের আওতায় বই উৎসব প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: মঈনুল ইসলাম। পানছড়ি গণ পাঠাগারের সাধারণ সম্পাদক জয় নাথ দেবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি গণ পাঠারের কার্যনির্বাহী সহ-সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো: শহীদুল ইসলাম, জাবারাং কল্যাণ সমিতির সিনিয়র টেকনিক্যাল অফিসার শুভ রঞ্জন ত্রিপুরা, টেকনিক্যাল অফিসার অনিল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবির দু শতাধিক লোকজন অংশ নেন।

 

পড়া উৎসব প্রতিযোগীতায় বিভিন্ন ধরনের পড়ায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে ১ম থেকে ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

 

এর আগে পানছড়ি গণ পাঠাগারের প্রাঙ্গনে শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন শুরু হয়।অনুষ্ঠিত হয়।  এতে পানছড়ি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুলে পড়ুয়া ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।  উৎসবটিতে পানছড়ি বিভিন্ন সরকারী ও কেজি স্কুলের প্রায় ১৩০ জন শিক্ষার্থী  অংশ গ্রহণ করে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, পড়তে শেখার বিষয়ে ধ্বনি সচেতনতা, বর্ণজ্ঞান, শব্দভান্ডার, সাবলীলতা ও বোধগম্যতা অর্জনের জন্য বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্যও বই পড়ার জন্য শিশুদের আগ্রহ তৈরী করার ক্ষেত্রে পানছড়ি গণ পাঠাগার প্রতি বছর পড়া উৎসব আয়োজন করে থাকে।  

 

এদিকে  আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে খাগড়াছড়ি সদরের মিলনপুরস্থ রেগা লাইব্রেরীর উদ্যোগে পড়া উৎসব নামে শিশুদের জন্য এক ব্যাতিক্রম ধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের উপর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহন করে।

 

প্রতিযোগিতা শেষে রেগা লাইব্রেরীর সভাপতি বাবু রতন কুমার চাকমার সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তৃণা চাকমা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব এডিন চাকমা এবং জাবারাং কল্যাণ সমিতির রিড প্রকল্পের প্রকল্প সমন্বয়ক জনাব দয়ানন্দ ত্রিপুরা, রিড প্রকল্পের টেকনিক্যাল অফিসার লোক জ্যোতি চাকমা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রারম্ভিক পর্যায়ে শিশুদের বাংলায় পড়ার দক্ষতা অর্জনের এ উদ্যোগ পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী শিশুদের বাংলা ভাষা দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং পরবর্তীতে অন্যান্য বিষয়ে তাদের দক্ষতা অর্জন সহজ হবে। এ ধরণের প্রতিযোগিতা শিশুদের বাংলা বিষয়ের প্রতি আগ্রহী করে তুলতে এ ব্যাপারে শিশুদের আরো বেশি সহায়তা প্রদানের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

 

উল্লেখ্য, ইউএসএআইডি এর আর্থিক এবং সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহায়তায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির মাধ্যমে বাস্তাবায়নাধীন রিডিং ইনহ্যান্সম্যান্ট ফর এডভান্সিং ডেভেলপমেন্ট (রিড) প্রকল্পের সহযোগিতায়  এই বই পড়া উৎসবের আয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ