আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার খাগড়াছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির দু’দিনব্যাপী কর্মসূচী শুরু হয়েছে।
কেআই হাইস্কুলের হলরুমে কর্মসুচীর শুভ উদ্ধোধন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। এসময় সংগঠনটির সদস্য ও সাংবাদিক আবদুল হালিম, ফারজানা আলম, রফিকুল ইসলাম, কে আই হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুদ্দিন মিঠুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। দুদিনের কর্মসূচির মধ্যে রয়েছে বিতর্ক প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে ২১ ফেব্রুয়ারী মহান ভাষা দিবসে আনুষ্ঠানিকভাবে পুরুস্কার বিতরণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.