• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

পাহাড়ে মৎস্য চাষ প্রকল্প বাস্তবায়নে জনপ্রতিনিধি ও সুবিধাভোগীদের অসন্তোষ!

স্টাফ রিপোটার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2018   Monday

পার্বত্য তিন জেলায় পাঁচ বছর আগে শুরু হওয়া মৎস্য বিভাগের এক প্রকল্পের শেষ সময়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং সুবিধাভোগীদের কাছ থেকেই।

 

২০১২ সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্পটি শেষ হচ্ছে চলতি জুন মাসেই। প্রায় ৪৮ কোটি সরকারি টাকা ব্যয়ে তৈরি ৮২৮টি ক্রিক বা বাঁধের মাধ্যমে সৃষ্ট ৮৬৩ হেক্টর জলাশয়ে প্রতিবছর প্রায় ১৭০৬ মেট্টিন টন মাছ উৎপাদনের কথা ছিল। সেই লক্ষ্যমাত্রা পূরণ তো দূরে থাক, এর ৭৫ শতাংশ জলাশয়ই এখন অপ্রয়োজনীয়,পরিত্যক্ত।

 

‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারণ’ নামের এই প্রকল্পের আওতায় রোববার জেলা পরিষদের মিলনায়তনে এক অবহিত করন কর্মশালায় জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা প্রকল্প বাস্তবায়নে অসন্তোষ প্রকাশ করেছেন।

 

জেলা পর্যায়ে মৎস্য বিভাগের সবচেয়ে প্রভাবশালী কর্তৃপক্ষ ‘পার্বত্য জেলা পরিষদ’। আর সেই পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী কর্মশালাটিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চুক্তির আলোকে মৎস্য বিভাগ জেলা পরিষদে ন্যস্ত। কিন্তু মৎস্য প্রকল্প গ্রহন,বাস্তবায়নে কোন কিছুতেই পরিষদকে অবহিত করা হয় না। শান্তিচুক্তি অনুয়ায়ী ও প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে না পারলে চলে যান। এ প্রকল্পে প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করছে। কিন্তু মৎস্য বিভাগের কর্মকর্তাদের দায়সারা মনোভাবে যদি কোনভাবে সেই স্বপ্ন বাস্তবায়নে বাধা সৃষ্টি হয় কাউকে ছাড় দেয়া হবে না।


কর্মশালায় দীঘিনালা উপজেলা চেয়াম্যান নব কমল চাকমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা শুরু থেকে শেষ পর্যন্ত এ প্রকল্পর উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন।


মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, এই প্রকল্পের আওতায় মানিকছড়ি উপজেলায় যেকটি ক্রিক ও মৎস্য বাঁধ নির্মাণ করা হয়েছে, তাতে সঠিক ও যথাযত তদারকি ছিল না। কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদার চুড়ান্ত বিল নিয়ে গেছেন। ফলে এসব প্রকল্প থেকে জনগণ কোন সুফল পাচ্ছেন না।


কর্মশালায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউসার হোসেন, মৎস্য অধিদপ্তরর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ,এস,এম রাশেদুল হক, চট্টগ্রামের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রশিদ, পার্বত্য প্রকল্প পরিচালক আব্দুর রহমান,জেলা মৎস্য আবুল খায়ের মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।


পার্বত্য তিন জেলায় ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প’ (৩য় পর্যায়) চালু হয়েছিল কয়েক বছর আগে। পুকুর আর জলাশয়ের স্বল্পতার কারণে পিছিয়ে থাকা এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নই ছিল এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
গত ২০১৬ সালের ৩০ মার্চ রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা উপস্থিত ছিলেন। সে সভাতেও এ প্রকল্প উন্নয়ন বাস্তবায়নে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছিল।


এদিকে ৩য় পর্যায়ের প্রকল্পের অধিকাংশ কাজই বর্তমানে শেষ পর্যায়ে আছে। এর আগের দুই পর্যায়ে তেমন বড় কোনো কাজ না হলেও এবার তৃতীয় পর্যায়েই সবচেয়ে বেশি ক্রিক নির্মাণ করা হয়েছে।


ক্রিক নির্মাণের কাজ করেছেন, এমন একজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘কাজ পেতে জনৈক কর্মর্কতাকে ঘুষসহ চার আঞ্চলিক দলের সশস্ত্র কর্মীদের নির্ধারিত হারের চাঁদা দেওয়ার পর কাজের মান আর কি থাকে, সেটা তো আপনারাই বুঝতে পারছেন!’’


এ ব্যাপারে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম রাশেদুল হক বলেন, বিগত প্রকল্পগুলোর বাস্তবায়নে কোন ধরনের অবহিত করন কর্মশালার বরাদ্দ ছিল না,তাছাড়া গত প্রকল্প বাস্তবায়নের যে অভিযোগগুলো উঠে আসছে তা খতিয়ে দেখা হবে। আগামীতে প্রকল্প গ্রহন ও বাস্তবায়নে জনপ্রতিনিধিসহ পার্বত্য জেলার আইনানুযায়ী করার ব্যবস্থা করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ