• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
চাকমা ও মারমা ভাষার পাঠ্যপুস্তকে নিজস্ব লিপিতেই প্রকাশের দাবি ২৪ বিশিষ্ট নাগরিকের                    বিলাইছড়ি বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত                    রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ                    জুরাছড়ি বরকলক শান্তিদান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    রাঙামাটি জেলা পরিষদের সদস্য দুমদুম্যায় কমিউনিটি ক্লিনিক পরির্দশন                    খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১০                    রাঙামাটিতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর আত্নহত্যা                    বিশ্ব খাদ্য দিবসে বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের আলোচনা সভা                    পরিবেশ রক্ষায় বরকলে আনসার ও ভিডিপি সদস্যদের ৭২০০ গাছ রোপণ                    বরকলে ছোট হরিণা জোনের উদ্যোগে সহায়তা প্রদান                    হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    ধর্ম্মোদয় বৌদ্ধ বিহারে ৪০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত                    জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবী                    নানিয়ারচরে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ইউপিডিএফ সদস্য আটক                    পাহাড়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যপূর্ন সম্পর্ক ও উন্নয়ন চাই-পার্বত্য উপদেষ্টা                    সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রামে এক সাথে থাকতে চাই-পার্বত্য উপদেষ্টা                    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন                    রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসবে নিরাপত্তায় থাকবে আইন-শৃংখলা সেনাবাহিনী                    নানিয়ারচরে নৌকা ডুবিতে নিখোজ দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার                    লংগদুতে ঝড়ে নৌকা ডুবে মা ও দু্ই ছেলের মৃত্যু                    বিলাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার                    
 
ads

পার্বত্য চট্টগ্রামে আর কোন সংঘাত নয়,শান্তির মধ্য দিয়ে আসবে সমৃদ্ধি-প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2018   Sunday

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে আর কোনো সংঘাত নয়, শান্তির মধ্য দিয়ে আসবে সমৃদ্ধি। ‘আমরা পার্বত্য চট্টগ্রামে আর কোন অশান্তি ও সংঘাত চাই না। আমরা চাই ওই অঞ্চলের লোকেরা ভাল থাকুক এবং সেখানে শান্তি বজায় থাকুক।’

 

তিনি পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) ভূমি বিরোধ নিরসনে ভূমি কমিশনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


রোববার বিকেলে রাজধানীর বেইলী রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষনে তিনি একথা বলেন।

 

পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উদ্বোধনী অনুষ্ঠানের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী. বীর বাহাদুর উশৈসিং এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্র মন্ত্রণালয়ের সচিব নুরুল আমিন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিদেশি কূটনিতিকগণ, উন্নয়ন সয়স্থার প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন অগ্রগতির ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

 

সরকার প্রধান আরো বলেন, সরকার শান্তি চুক্তির অধিকাংশই বাস্তবায়ন করেছে, বাকীগুলোও বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন পক্ষের বিরোধিতার পরেও যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। 


প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানের জন্য ভূমি কমিশন গঠন করে দেয়া হয়েছে। ভূমি কমিশনকে পার্বত্যবাসীর সহায়তা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা বাতিল করা হলেও পার্বত্য চট্টগ্রাম ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য অগ্রাধিকার দিতে পিএসসিকে নির্দেশনা দেয়া আছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি মোতাবেক তাদেরকে আমরা পুনর্বাসন করি। চুক্তি অধিকাংশই আমরা বাস্তবায়ন করেছি। তবে এখনো কিছু চলমান রয়েছে। এর বাইরেও আমরা সার্বক্ষণিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে দিয়েছি। রাস্তাঘাটের উন্নয়ন করেছি। যার ফলে আর্থ-সামাজিক ভাবে মানুষ উন্নয়ন হয়েছে। সারা বাংলাদেশে আমরা যে উন্নয়ন করেছি, পার্বত্য চট্টগ্রামে আরো বিশেষভাবে বরাদ্দ দিয়েছি, প্রকল্প দিয়েছি। দুই দশকে এই অঞ্চল অবহেলিত ছিল। তাই আমরা সাধ্যমতো চেষ্টা করে সেখানে আমরা বরাদ্দ দিয়েছি।


প্রধানমন্ত্রী  বলেন, যদিও আমরা কোটা প্রত্যাহার করেছি। তবে, সেখানে আমরা নির্দেশ রয়েছে। আমি পিএসসিকে বলে দিয়েছি পার্বত্য চট্টগ্রাম বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাহাড়ি হোক, সমতল হোক সেখানে যে প্রাপ্তি  থাকবে, তা চাইলে দিতে পারবে।

 

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি (সিএইচটি ল্যান্ড কমিশন)  কমিশন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। এ কারণে পার্বত্য পরিস্থিতি অস্থিতিশীল, উদ্বেগজনক ও হতাশাব্যাঞ্জক হয়ে উঠছে। তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ