• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

আনন্দে মেতে উঠেছে বান্দরবানের পাহাড়

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2015   Sunday

আদিবাসী সম্প্রদায়ের প্রধান উৎসব বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু-এর আনন্দে  ভাসছে পার্বত্য বান্দরবান। এ উৎসবের প্রথম দিনে নদীতে ফুল ভাসানো ছাড়াও বিভিন্ন খেলা-ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠেছিল আদিবাসীরা।

 

তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠান ঘিলা খেলা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলায় পহেলা বৈশাখকে বরণ করা হয়েছে। পহেলা বৈশাখকে তঞ্চঙ্গ্যারা বিষু হিসেবে সম্বোধন করে থাকে। এই বিষুকে ঘিরে পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে থাকে নানা আয়োজন। বিষুকে উপভোগ করতে এবার বিশাল আকারে আয়োজন করা হয়েছে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট। বান্দরবান জেলা ছাড়াও রাঙামাটি জেলা থেকে তঞ্চঙ্গ্যা যুবক-যুবতিরা এই খেলায় অংশ নিয়েছে। টুর্ণামেন্টে মোট ২৪টি দল অংশ গ্রহন করেছে। তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলা ছাড়াও অন্যান্য আদিবাসীদের নিজস্ব অনুষ্ঠান আয়োজন করা রয়েছে। এছাড়া রয়েছে মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি। ম্রোদের গো হত্যা নৃত্যসহ পিঠা তৈরির আয়োজন। 

 

তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা শুরু আগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শিল্পিরা নিজস্ব রঙে সেজে তাদের গান পরিবেশন করে। নৃতে¦র তালে তালে আগত দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তঞ্চঙ্গ্যা ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: মিজানুর হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, ফিলিপ ত্রিপুরা, সিং ইয়ং ¤্রাে প্রমুখ।

  

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলাখেলা গোল্ডকাপ টুর্ণামেন্টের সদস্য সচিব মুক্তাধন তঞ্চঙ্গ্যা এই ঘিলা খেলা সম্পর্কে বলেন, পাহাড়ে লতা জাতীয় এক ধরণের ফল বা বীজ জম্মায়। এই বীজকে তঞ্চঙ্গ্যা ভাষায় ঘিলা বলে। তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী খেলা হলো ঘিলা খেলা। এই ঘিলা খেলাকে নিয়ে আনন্দ উপভোগ করে। বিভিন্ন জায়গা থেকে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নর-নারীরা অংশ নেয়।

 

ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্টে অংশ নেওয়া রোয়াংছড়ি উপজেলার সুনয়না তঞ্চঙ্গ্যা বলেন, এই দিন (বিষু) আসলে আমরা উন্মুখ হয়ে থাকি। ঘিলা খেলাকে ঘিরে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ