• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    
 
ads

রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2025   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্রবি) ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। 

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত  সেমিনারে সভাপতিত্ব করেন রাবিপ্রবি`র   ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।  বক্তব্য রাখেন রাবিপ্রবি`র রিজেন্ট বোর্ডের সদস্য ও রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইদুল ইসলাম এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের (ইউআইএইচপি)’ এর লীড মেন্টর এন্ড স্কুল বাস এর  স্টার্টআপ’ এর প্রতিষ্ঠাতা আব্দুর রশীদ সোহাগ। সেমিনারে কী-নোট স্পীকার  ছিলেন  ইয়াং পাওয়ার ইন সোসিয়েল এ্যাকশন(ইপসা) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান।  সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব আরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের সকল শিক্ষকরা অংশ গ্রহণ করেন।

সেমিনের মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বোধনী চিন্তাধারা, উদ্যোগ গ্রহণের মানসিকতা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধির লক্ষে শিক্ষকদের জন্য এ সেমিনার আয়োজন করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের জন্যও  এ সেমিনার আয়োজন করা হবে।

সেমিনারে  বক্তারা বলেন, উদ্যোক্তা তৈরী ও স্টার্টআপ কালচার প্রসারের মাধ্যমে শুধু কর্মসংস্থানই নয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্টার্টআপ এর মাধ্যমে সামাজিক উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক, ব্যবসা ও উদ্যোগ শুরু করার প্রাথমিক ধাপ, পরিকল্পনা ও অর্থায়নের সুযোগ, সরকারি-বেসরকারি-বৈদেশিক সহায়তা এবং সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা সর্ম্পকে বিশদ ধারণা প্রদান করেন।

রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, স্বল্প সময়ের মধ্যে রাবিপ্রবি ক্যাম্পাসে  সেন্টার ফর  এন্টারপ্রেনারশিপ এন্ড ইনোভেশন প্রতিষ্ঠা করা হবে। ইতোমধ্যে এ সেন্টারটি প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাবনা তৈরি করা হয়েছে যা আগামী একাডেমিক কাউন্সিলে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। রাবিপ্রবি শিক্ষার্থী ও পার্বত্য অঞ্চলের যুবসমাজ ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণাসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করবে।

সেমিনারের প্রধান বক্তা হিসেবে ইপসা এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান  বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে তাঁর প্রতিষ্ঠিত ইপসা প্রতিষ্ঠার পটভূমি ও বর্তমান কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি  তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে কিভাবে শিক্ষিত বেকার যুবক ও সমাজে শিক্ষার সুযোগ সুবিধা থেকে ঝড়ে পড়া যুবকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করে যুবসমাজকে দেশের কল্যাণে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে সহায়তা ও কাজ করে যাচ্ছেন তা তুলে ধরেন। তিনি ভবিষ্যতে রাবিপ্রবি’র সাথে যৌথ উদ্যোগে শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি ও স্টার্টআপ প্রতিষ্ঠা করার জন্য ইপসা এর পক্ষ থেকে সার্বিক সহায়তার আশাবাদ ব্যক্ত করেন।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 



ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ