স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শনিবার বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতি’র উদ্যোগে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু সৈয়দ ও তথ্য, প্রচার, যোগাযোগ, প্রযুক্তি সম্পাদক মো. হালিম শেখ-এরযৌথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শনিবার সংগঠনের কার্যালয়ে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সমিতির সভাপতি কার্যকরি কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের সভাপতি জাতীয় পতাকার সঠিক মাপ, আকার ও সঠিক রং এবং সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক অর্ধনিমিত রাখার বিষয়ে কার্যকরি পরিষদের সকল সদস্যকে অবহিত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.