• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা                    সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান                    
 
ads

বান্দরবান সীমান্তে বিজিবি-আরাকান আর্মি গুলি বিনিময়:বিজিবি নায়েক আহত

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2015   Wednesday

বান্দরবানের সীমান্ত এলাকায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি (এএ) সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বুধবার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের বড়মদকে বিজিবি ক্যাম্প এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। আরাকান আর্মির গুলিতে বিজিবি নায়েক জাকির হোসেন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, উদ্দেশ্য প্রণোদিত হয়ে আরাকান আর্মি প্রথমে বড়মদকের বিজিবি ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়। এরপর পাল্টা গুলি চালায় বিজিবি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাড়া বা গ্রামের বেশিরভাগ লোক জঙ্গলে আশ্রয় নিয়েছেন। হেলিকপ্টার যোগে বড় মদকের উদ্দেশ্যে সেনাবাহিনী ও বিজিবি’র দুই প্লাটুন সদস্য ঘটনাস্থলে পৌছেছে। এ ঘটনায় বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে থানচি সীমান্তে অপারেশন চালাচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার থানচি উপজেলার তিন্দু ও আন্দারমানিক এলাকা থেকে বিজিবি ১৩টি ঘোড়া আটক করে তিন্দু ক্যাম্পে নিয়ে আসা হয়। ওই ঘোড়াগুলো মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ থেকে ক্রয় করে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিল। দুর্গম এলাকায় হওয়ায় সহজ যোগাযোগের জন্য আরাকান আর্মিরা এ ঘোড়াগুলোকে নিয়ে এসেছে। ঘোড়াগুলো বাংলাদেশের কোন জায়গা থেকে ক্রয় করা হয়েছে এ ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। বিজিবি ঘোড়াগুলোকে আটক করে নিয়ে আসায় আরাকান আর্মি সদস্যরা ক্ষুব্দ হয়। 

সূত্র  মতে, এ ঘটনায় ক্ষুব্দ হয়ে আরাকান আর্মি বুধবার ভোর রাত থেকে বড় মদকের বিজিবি ক্যাম্পের আশপাশে জঙ্গলে অবস্থান নেয়। বুধবার সকাল নয় টার দিকে বিজিবি ক্যাম্প লক্ষ্য করে জঙ্গল থেকে আরাকান আর্মি গুলি ছুড়ে। বিজিবিও তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। উভয়ের মধ্যে ঘন্টাব্যাপী গুলি বিনিময় চলে। মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির গুলিতে বিজিবি নায়েক জাকির হোসেন আহত হন। তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বিজিবি নায়েক ছাড়া আর কোনো বিজিবি সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আরাকান আর্মির কতজন্য সদস্য হতাহত হয়েছে তাও জানা যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের বান্দরবান জেলা ও মায়ানমার সীমান্তে প্রায় ৪০০ কিলোমিটার সীমান্ত অরক্ষিত  রয়েছে। সীমান্ত অরক্ষিত হওয়ায় সীমান্ত দিয়ে অস্ত্র, চোরাচালন, মাদক ও অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে। বান্দরবান-মায়ানমার অরক্ষিত সীমান্তে বিচ্ছিন্নতা গ্রুপের অবস্থান ও  চলাচল রয়েছে। সীমান্ত অরক্ষিত হওয়াতে এসব বন্ধে কার্যকর প্রদক্ষেপ গ্রহনে বিজিবিকে সমস্যায় ফেলছে। সীমান্ত এলাকা একদিকে অরক্ষিত, অন্যদিকে দুর্গমতার কারণে বিজিবি পেট্রোলিংও (টহল) সব সময় সম্ভব হয়ে উঠে না। সীমান্তে সড়ক যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। থানচির সীমান্ত এলাকা বড়মদকে যেতে হলে নৌপথে যাতায়াত করতে হয়। বিশেষ কোনো কারণ ছাড়া হেলিকপ্টার ব্যবহার করা হয় না। যার কারণে দুর্গম এসব এলাকায় বিচ্ছিন্নতা গ্রুপগুলো নিরাপদে অবস্থান করছে। বিচ্ছিন্নতা গ্রুপগুলো অস্ত্র, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। অরক্ষিত সীমান্ত রক্ষার্থে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনের প্রয়োজন রয়েছে।

এদিকে,সোমবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খানসামা এলাকায় স্থাপিত হওয়া নতুন সেক্টর সদর দপ্তরের ভবন নির্মাণের কাজ পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ সাংবাদিকদের বলেছেন, অরক্ষিত সীমান্ত দিয়ে অস্ত্র, মাদকের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সীমান্ত অরক্ষিত থাকলে এসব বন্ধ করা যাবে না। সীমান্ত সুরক্ষিত করা গেলে সহজে এসব বন্ধ করা যাবে।

বিজিবি সেক্টর সদর দপ্তরের অফিস ইনচার্জ মেজর জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, মায়ানমারের বিচ্ছিন্নতা গ্রুফ আরাকান আর্মি বড় মদকের বিজিবি ক্যাম্প লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। এরপর বিজিবি পাল্টা জবাব দেয়। আরাকান আর্মি ডলিয়ান পাড়ায় নতুন স্থাপন হওয়া বিওপি ক্যাম্পের টহল দেওয়া সদস্যদের উপরও আক্রমন চালিয়েছে শুনেছি। টহলরত বিজিবি সদস্যদের নিরাপদে বড় মদকের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, কি কারণে হঠাৎ করে আরাকান আর্মি বিজিবি’র উপর আক্রমন করেছে এখন বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা জানা যাবে। এ ঘটনায় দুপুর থেকে বিজিবি-সেনাবাহিনী যৌথভাবে অভিযানে নেমেছে।   

সিংগাফা মৌজার হেডম্যান (মৌজা প্রধান) সিংমৈঅং মার্মা জানান, দুর্গম সীমান্ত এলাকায় পায়ে  হেটে যাতায়াতের একমাত্র অবলম্বন। মায়ানমার থেকে সহজে বাংলাদেশে প্রবেশ করা যায় কোনো বাধা ছাড়াই। এক জায়গা থেকে অন্য পাহাড় ডিঙ্গিয়ে যাওয়া সহজসাধ্য নয়। সহজ উপায় হিসেবে আরাকান আর্মিরা এ ঘোড়াগুলো ব্যবহারের জন্য আনতে পারে বলে তিনি ধারণা করছেন।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ