দৈনিক গিরিদর্পনের বার্তা সম্পাদক, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলাভিশন চ্যানেলের রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের মাতা লাবন্য প্রভা দেবনাথ আর নেই। তিনি সোমবার রাত ৯.৫৫ মিনিটে পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বৎসর।
তিনি ৫ ছেলে ও ২ মেয়ে’সহ নাতি-নাতনীসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর সংবাদ পেয়ে রাঙামাটির বিভিন্ন মহলের সাংবাদিক, সমাজ উন্নয়নকর্মী, রাজনীতিবিদ সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা দেখতে ছুটে যান। পারিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার ভেদভেদী শ্বশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
লাবন্য প্রভা দেবনাথের মৃত্যুতে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
হিলবিডি২৪ ডটকমের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক নন্দন দেব নাথের মাতার পরলোকগমনে গভীর শোক প্রকাশ করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.