বান্দরবানে বর্নাঢ্য আয়োজনে সোমবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৬৯তম জম্মদিন উদযাপন করেছেন বান্দরবান জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত জম্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়াম্যান ক্য শৈ হ্লা মারমা। বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের নেতা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী, জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা মাহাবুব আলম,জেলা আওয়ামীলীগের নেতা একে এম জাহাঙ্গীর,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,মোঃ হোসেন,জেলা কৃষকলীগের আহবায়ক প্রজ্ঞাসর পাপন, জেলা কৃষকলীগের সদস্য সচিব সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক জনি দাশ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রথমে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জম্মদিনের কেক কাটেন। এসময় প্রধান অতিথি পৌর আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,মহিলা আওয়ামীলীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে আলাদা আলাদা শুভ জম্মদিনের কেক কেটে কাটেন তা উপস্থিত সবাইকে কেক খাওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, আপোষহীন নেত্রী ও গণতত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা শুধু বাংলাদেশের নয়,সারা বিশ্বের কাছে সম্মানের নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে,আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে,আগামীতে ডিজিটাল বাংলাদেশকে আরও উন্নয়নের দিকে ধাবিত করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য উত্তারাধিকারী,কর্ণধার ও বর্তমান সরকারের দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৬৯তম জম্ম দিনে বান্দরবান জেলা আওয়মীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জম্ম দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.