মঙ্গলবার রাঙামাটি শহরের হত দরিদ্রদের মাঝে বস্ত্র ও অন্ন দান অনুষ্ঠান আয়োজন করা হয়।
শহরেরস্বর্ণটিলা শ্রী শ্রী দূর্গা মন্দিরে আয়োজিত মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজল কান্তি দে-এর উদ্যোগে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর আওয়ামীলীগ ও রাঙামাটি বৃহত্তর কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী সোলাইমান চৌধুরী। মন্দির পরিচালনা কমিটির সভাপতি কিশোর চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাদল দে,অনিল দে,সুধীর দে প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ দে।
অনুষ্ঠানে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী সোলাইমান চৌধুরী এলাকার ৫০জন হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেন। পরে পুজা মন্ডপে আগত পুজারীদের মাঝে তিনি অন্নদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.