• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    পাহাড়ে হাতি ও মানুষরে দ্বন্দ্ব কমছে                    রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে                    শিশুর যৌন নির্যাতনকারী দাদুকে আটক করেছে পুলিশ                    
 
ads

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্থগিতের দাবীতে সমাবেশে নেতৃবৃন্দের হুমকি
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু করা হলে লাগাতার অবরোধ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2015   Tuesday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের সকল কার্যক্রম স্থগিতের দাবীতে মঙ্গলবার বিক্ষোভ-সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)সহ তিনটি সংগঠন।

সমাবেশে বক্তারা বলেন, জনমতকে উপেক্ষা করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু করা হলে লাগাতার অবরোধ কর্মসূচির মত কঠোর কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে কোন কার্যক্রম প্রতিরোধ করা হবে। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের সকল কার্যক্রম স্থগিতের দাবীতে ২ নভেম্বর অবরোধ কর্মসূচি ডাকা হলেও জেএসসি পরীক্ষা ও বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান উৎসব থাকায় স্থগিত করা হয়েছে। তবে যে দিন থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের শ্রেনী পাঠ দান কার্যক্রম শুরু করা হবে সেদিন থেকে তিন পার্বত্য জেলায় লাগাতার অবরোধ কর্মসূচি দেয়া হবে বলে হুমকি দেন বক্তারা।

রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সামনে অনুষ্ঠিত পিসিপি, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে সমাবেশে প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা। পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি অনিল মারমার সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উদয়ন ত্রিপুরা। বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি শাখার সভাপতি টোয়েন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমা। সমাবেশ সঞ্চালনা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।

এর আগে একটি বিশাল বিক্ষোভ-মিছিল শহরের কালিন্দীপুরস্থ জনসংহতি সমিতির কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে বনরুপা ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, সরকার বর্তমানে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের কাজ সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। চুক্তি অনুসারে ভূমি বিরোধ নিষ্পত্তি না করে নানাভাবে জুম্মদেরকে তাদের জায়গা-জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। চুক্তি বাস্তবায়নে আপামর জনগণের দাবি সত্ত্বেও চুক্তি বাস্তবায়ন না করে সরকার জোর করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়নের ষড়যন্ত্র করে চলেছে। চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের জনগণ কোন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ মেনে নেবে না। পার্বত্য চট্টগ্রাম জুম্ম জনগণের মতামতকে উপেক্ষা করে পেশীশক্তির জোরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু করলে পার্বত্য চট্টগ্রামে আগুন জ্বলবে এবং তার জন্য সরকারই দায়ী থাকবে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের কাজ অচিরেই স্থগিত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য জোরালো উদ্যোগ গ্রহণ করতে তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানান।

জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা বলেন, বিতর্কিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে না হতেই উক্ত বিশ্ববিদ্যালয়ের কথিত ছাত্রদের দিয়ে ইতিমধ্যে রাঙামাটিতে সাম্প্রদায়িক তৎপরতা শুরু করা হয়েছে। তারই অংশ হিসেবে ১৭ অক্টোবর বিতর্কিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথিত ছাত্র শামসুজ্জামান বাপ্পির নেতৃত্বে কতিপয় বহিরাগত ও ছাত্রলীগের কর্মীরা যৌথভাবে রাঙামাটি সরকারী কলেজে জুম্ম ছাত্রদের উপর এবং কলেজের বাইরে জুম্ম পথচারীদের উপর হামলা চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলে ভবিষ্যতে পার্বত্যাঞ্চলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে উক্ত ঘটনার মধ্য দিয়েই তার ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি আরও বলেন, বিতর্কিত বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পিসিপির চলমান জোরালো আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তিনি অভিমত তুলে ধরেন। পাহাড়ী ছাত্র পরিষদের জোরালো আন্দোলনকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে রাঙামাটি কলেজের উক্ত ঘটনাকে কেন্দ্র করে জনসংহতি সমিতি ও পাহাড়ী ছাত্র পরিষদের কর্মীদের বিরুদ্ধে গণহারে মিথ্যা ও বানোয়াট মামলা দেয়া হয়েছে। হামলা-মামলা করে জুম্ম জনগণের আন্দোলন স্তব্ধ করা যাবে না, বরং আরো জোরদার হবে।

সমাবেশে বক্তারা বলেন, জনমতের বিপরীতে গত ১০ জানুয়ারী রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে রাঙামাটিতে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়ে। জনমতকে উপেক্ষা করে পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় জোর করে কথিত বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু করা হলে তার ফল কখনোই শুভ হবে না । এমনিতর অবস্থায় সরকার যদি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু করে তাহলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে পাহাড়ী ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি এবং হিল উইমেন্স ফেডারেশনের পক্ষ থেকে লাগাতার অবরোধ কর্মসূচির মত কঠোর কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কোন কার্যক্রম প্রতিরোধ করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ