শুক্রবার বান্দরবানে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শহরের গোরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে দেড় কোটি টাকা ব্যায়ে চার তলা বিশিষ্ট নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুল আবসার, জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ইসলাম বেবী, রেডক্রিসেন্ট এর সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাশ,সহ জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন বান্দরবানে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারটি উদ্বোধন হওয়ায় এ পাঠাগারের মাধ্যমে জাতীর জনক বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনসহ দেশ বিদেশের অনেক তথ্য জানা সহজ হবে। তিনি আরও বলেন এ পাঠাগারটি সবসময় সকলের জন্য উন্মুক্ত খাকবে। তিনি ছাত্র ছাত্রী এবং জনসাধারনকে এই পাঠাগার থেকে জ্ঞান অর্জন করার জন্য সকলের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.