বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য ও মেসার্স কম্পিউহাটের সত্বাধিকারী হাছান উদ্দিন আহমেদ কিছলু-এর মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতি।
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির তথ্য, প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মো: হালিম শেখ-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বৃৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য ও মেসার্স কম্পিউহাটের সত্বাধিকারী হাছান উদ্দিন আহমেদ কিছলু শনিবার রাত ১১টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃতবরণ করেন। মৃত্যকালে তার বয়স ছিল ৪২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। এ তরুন ব্যবসায়ী আকস্মিক মৃত্যুতে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতি একজন যোগ্য সহযোদ্ধাকে হারালো।
প্রেস বার্তায় তার বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.