বান্দরবানের লামায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলার সাধারন সম্পাদক অলোক সেনের উপর হামলায় প্রতিবাদের শুক্রবার মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।
বন ফুল বাজারে অনুষ্ঠিত হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ফাসিঁয়াখালী শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন জীনামেজু অনাত আশ্রম পরিচালক উঃ নন্দন মালা ভিক্ষু।
বক্তব্য রাখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আহব্বায়ক অরপর মহাজন, কমিটির সাধারন সম্পাদক মুত্তারাম ত্রিপুরা কারবারী, দরদরী মংদু পাড়ার স্বার্বজনীন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ নন্দপ্রিয় থেরসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ২৪ নভেম্বর ফরিদপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আলোক সেনের ওপর হামলার ঘটনা অত্যান্ত দুঃখজনক। ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবী জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.