মঙ্গলবার খাগড়াছড়ি রামগড়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
রামগড় উপজেলা মাঠ বিজয় ভাস্কর্য্য’র পাদদেশে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় জেলার ও উপজেলার আওয়ামীলীগের নেতা-কর্মী ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রামগড় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে। এর আগে সকালের দিকে উপজেলা আওয়ামীলী অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর উপজেলা মাঠ বিজয় ভাস্কর্য্য’র পাদদেশে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রামগড় বাজারের বিভিন্ন সড়ক ঘুরে এসে আবারও একই জায়গায় গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে খাগড়াছড়ি জেলার রামগড় হানাদার মুক্ত হয়। তৎকালীন মহকুমা শহর রামগড়ে ৭ ও ৮ ডিসেম্বর দু দফায় ভারতীয় বিমান বাহিনীর তিনটি জেট বিমান রামগড়ে দখলদারবাহিনীর অবস্থান গুলোর উপর প্রবল বোমা বর্ষণ করে। প্রবল আক্রমনে টিকতে না পেরে শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে সদলবলে রামগড় থেকে পালাতে শুরু করে।
৮ ডিসেম্বর পড়ন্ত বিকেলে মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামীলীগ নেতা (মরহুম) সুলতান আহমদ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন। খাগড়াছড়ি জেলার এটিই প্রথম মুক্তাঞ্চল। পরদিন মুক্তিযোদ্ধারা চট্টগ্রামের দিকে হানাদারদের ধাওয়া করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.