নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বুধবার জুরাছড়ি উপজেলায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাসিম হায়দার, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, রিস্সে সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মরশেদুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা দুদক কমিটির সভাপতি নন্দ দুলাল চাকমা, জেএসএসের সাধারণ সম্পাদক সুমিত চাকমা ও জুরাছড়ি, বনযোগীছড়, দুমদুম্যা চেয়ারম্যানরা। এসময় সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর অাগে একটি র্যালী বের করা হয়।
অনুষ্ঠানে ডেবছড়া গ্রামে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা সুন্দরী চাকমা, সামাজিক ও শিক্ষায় ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় প্রতিষ্টিত জ্যোস্না দেওয়ান, সফল জননী চম্পা রানী চাকমা, নির্যাতনের বিভিসিকা মধ্যেও সাবলম্বী মিমি চাকমা, সমাজ উন্নয়নে অবদানে জরিনা চাকমাকে সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন,সামাজিক ও মানসিক ভাবে প্রতি নিয়ত আদিবাসী নারীরা নির্যাতনের স্বীকার হচ্ছে। এটি দেশের তথা সমাজের জন্য শুভ নয়। নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এ দায়িত্ব সমাজ ও রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.