বৃহস্পতিবার রাঙামাটি শহর থেকে সরাসরি কাউখালী উপজেলায় বাস সার্ভিস চালু করা হয়েছে।
শহরের পুরাতন বাস ষ্ট্যান্ডে কাউখালী উপজেলার সরাসরি বাস সার্ভিস চালুর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন।
উদ্বোধনী অনুষ্ঠানে কাউখালী কাউখালী নির্বাহী কর্মকর্তা সাফিয়া বেগম, বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিমসহ অন্যান্য প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে,রাঙামাটি মোটর মালিক সমিতির আওতায় প্রতিদিন একটি বাস সকালে রাঙামাটি শহর থেকে ছেড়ে যাবে এবং তা বিকালে কাউখালী থেকে যাত্রী নিয়ে রাঙামাটি শহওে উদ্দেশ্য আসবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.