রাঙামাটির জুরাছড়িতে মনিষা বিনয়শীল ভদন্ত ধর্ম বংশ মহাথেরর অন্তোষ্টিক্রিয়া ও দাহক্রিয়া রোববার সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদস্য সবির কুমার চাকমা, জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয়জয় চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান’সহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো পূন্যার্থী উপস্থিত ছিলেন।
দাহক্রিয়া অনুস্থানে সকালে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মুর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান সহ নানাবিধ দানানুস্থান সম্পন্ন করা হয়। এছাড়াও মার্মাদের ধর্মীয় রীতিগতভাবে কাতলা নৃত্য পরিবেশন করা হয়।
উল্লেখ্য, ভদন্ত ধর্ম বংশ মহাথের ছিলেন উপমহাদেশের আবাহমান থেরবাদী বৌদ্ধ ধর্মের পরস্পরা সব্যসাচী সংঘ প্রান পুরুষ মানিকছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, সাংঘিক ব্যক্তিত্ব পরম পূজ্য ভদন্ত চান্দাসার মহাথের-এর প্রিয় শিষ্য বনযোগীছড়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.