রোববার জেলার মাসিক উন্নয়ন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
সভায় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পুলিশ প্রশাসনের প্রতিনিধি হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ রেজাউল করিম, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগ ও জেলার সমস্যা মতামত ও অন্যনো কার্যক্রম উপস্থাপন করেন চেয়ারম্যান উপস্থাপিত সমস্যা ও মতামত গুলো গুরুত্বের সাথে আলোচনা করে সমাধানের পরামর্শ এবং পরিষদ হতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার আসন্ন ৩০ডিসেম্বর রাঙামাটি পৌরসভা নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান,সড়ক ও জনপথ বিভাগের আশেপাশে যে সমস্ত অবৈধ দখলদার রয়েছে তাদের উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসনের বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া তবলছড়ি এলাকার বর্তমান সেতুটি নতুনভাবে নির্মাণ করার লক্ষ্যে বিকল্প সেতু নির্মাণ করা হয়েছে এবং রোববার থেকে গাড়ী চলাচল শুরু করা হয়েছে।
জেলা খাদ্য কর্মকর্তা জানান, খাদ্য ভান্ডারে বর্তমানে ৩৮০১ মেঃটন গম মজুদ রয়েছে এবং আগামীতে আরো চাল আসার পথে।
সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন,সকলের মূল উদ্দেশ্য হল এ জেলার জনগনের উন্নয়ন করা। এর জন্য সকলের সমন্বয় ও সহযোগিতার প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রতিটি সভায় উপস্থিত থেকে জেলার সমস্য গুলোকে চিহ্নিত এবং উপস্থাপন করে আন্তরিকতার সাথে সমাধান করতে হবে। এ জেলার উন্নয়নে আমাদের প্রত্যেকটি বিভাগ একে অন্যের হয়ে সহযোগিতা করতে হবে। উন্নয়নশীল মনোভাব নিয়ে কাজ করলে এ জেলা একদিন দেশের একটি মডেল জেলা হিসেবে পরিচিতি লাভ করবে বলে তিনি মন্তব্য করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.