খাগড়াছড়ির দীঘিনালায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে বৃহস্পতিবার শীতবস্ত্র বিতরণ করেছে সেনা বাহিনী।
দীঘিনালা সেনা জোনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মহসিন রেজা পিএসসি। এসময় দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) শামশুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। বিতরণকৃত শীতবস্ত্রের মধ্যে রয়েছে, কম্বল, মহিলাদের চাদর, প্রবীন ও শিশু কিশোরদের স্যুয়েটার ইত্যাদি।
আনুষ্ঠানে জোন অধিনায়ক মহসিন রেজা বলেন, আমাদের ইচ্ছা আছে তবে সাধ্য কম। তারপরও সেনাবাহিনীর এ ক্ষুদ্র প্রয়াস এই এলাকার সহায় সম্বলহীন কিছু সংখ্যক শীতার্ত মানুষের শীত নিবারনে সহায়ক ভূমিকা রাখবে। শীত প্রকৃতির স্বাভাবিক নিয়ম হলেও সহায় সম্বলহীন শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য তিনি উপজেলার বিত্তশালীদের প্রতি অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদন/সিআর.