বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা পর্যায়ের সকল শ্রেণী-পেশার মানুষকে নানমুখী ই-সেবার (ইলেক্ট্রনিক সেবা) সাথে পরিচিতি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহে ই-সেবা উৎসাহিত করতে,জনগণের দৌরগোড়ায় সরকারি ই-সেবা স্বল্প খরচে তড়িৎগতিতে পৌঁছানো এবং সরকারি সেবা সম্পর্কে স্থানীয় জনগণকে স্বচ্ছ ধারণা প্রদানের লক্ষ্যে এ মেলার আয়োজনের মূল উদ্দেশ্য।
জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন। অনুষ্ঠানে এটু আই প্রকল্পের উপ-সচিব আলতাব হোসেন শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: মোস্তফা জামান, ডা: এ কে দেওয়ানসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় রাঙ্গামাটি জেলা সদরের বিভিন্ন দপ্তরের ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ৩০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে ডিজিটাল প্রযুক্তি সেবার বিষয়ে জন সাধারণকে ধারণা দেয়া হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
তিনদিন ব্যাপী মেলায় ডিজিটাল কুইজ প্রতিযোগিতা, ইউডিসি উদ্যোক্তাদের ইউডিসি ব্লগ ও ডিজিটাল সেন্টারের ম্যানেজমেন্ট সিস্টেম সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান, শিক্ষার উন্নয়নে আইসিটি-এর ভূমিকা অনস্বীকার্য বিষয়ে বির্তক প্রতিযোগিতা, আউটসোর্সিং কার্যক্রমের উপর সেমিনারের আয়োজন করা হয়েছে।
আগামী ২৩ জানুয়ারী সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: আবুল কালাম আজাদ উপস্থিত থাকার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.