যথাযগ্যে মর্যাদায় রোববার খাগড়াছড়ির পানছড়িতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাত বারটা এক মিনিটে পানছড়ি উপজলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রভাত ফেরিসহ স্কুলের শহীদ মিনারে পুস্পমাল্য দেওয়া হয়।
এদিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয়ে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। এসময় পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তঞ্চঙ্গ্যা, পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মিয়া , মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলি চাকমা, শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.