রোববার বরকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটির শুরুতেই রাত বারোটা এক মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,পুলিশবাহিনী,মুক্তিযুদ্ধসংসদ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সহ রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন।
সুর্যোদয়ের সাথে সাথে প্রভাত ফেরী করা হয়। প্রভাত ফেরীটি উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গন থেকে শুরু করে বাজার এলাকা ঘুরে এসে আবার পরিষদের মাঠে এসে শেষ হলে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্যে রাখেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাবুব আলম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.