মহান ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছেন।
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতি তথ্য, প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মো. হালিম শেখ-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার একুশের প্রথম প্রহরে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এতে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ মহান ভাষা শহীদদের স্মরণের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করা ও মাতৃভাষার প্রতি যথাযথ মর্যাদা দেয়ার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর