সমাজে নারীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করি - এ শ্লোগানের মধ্যে দিয়ে মঙ্গলবার বরকল উপজেলায় আর্ন্তজাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি থানা শাখা,মহিলা বিষয়ক অধিদপ্তর,বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা ও হিলেহিলি সংস্থার উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা সমিতির সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা। বক্তব্যে রাখেন জনসংহতি সমিতির থানা শাখার সহ সভাপতি মনোজ চাকমা (বিরো), বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা যুব সমিতির সহসভাপতি জ্ঞান জ্যোতি চাকমা মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুচরিতা চাকমা হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি সুপ্রীতি চাকমা টংগ্যার প্রতিনিধি সোহাগ চাকমা।
এর আগে উপজেলার খেলার মাঠ থেকে একটি র্যালী শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মাঠে সমাবেশ করা হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষরা সমাবেশে যোগদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.