বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নানান কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ, পানছড়ি উপজেলা প্রসাশন, ইসলামী ফাউন্ডেশন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
সকাল ৯টায় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। পানছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে‘র সঞ্চালিত সভায় বিষেশ অতিথি ছিলেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দে, যুগ্ন-সম্পাদক মোঃ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোঃ আফজাল হোসেন, যুবলীগ সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক নাজির মাহমুদ, ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আমিন রুবেলসহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সমীর দত্ত চাকমা ও পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়ার নেতৃত্বে দলীয় কার্যলয় থেকে বর্ণাঢ্য একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।
অপরদিকে,পানছড়ি উপজেলা প্রশানের উদ্যোগে সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীসহ, বর্ণাঢ্য আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কোয়ারে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা চেয়ারম্যানের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংচংগ্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সঞ্জিব চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা। উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ খলিুরর রহমান জাহিদ সঞ্চালিত সভায় আরো বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা প্রমূখ। সভা শেষে ৩টি গ্রুপের প্রতিয়োগীতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিরা।
এছাড়া বাংলাদেশ ইমলামী ফাউন্ডেশন পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে শিশুদের কেরাআত, হামদ্, নাত এর প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে পানছড়ি উপজেলার ইসলামী ফাউন্ডেমনের সুপারভাইজার মোঃ শাহাদাত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পানছড়ি উপজেরা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, পানছড়ি উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মোঃ খায়েজ আহম্মদ। পরে প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.