বাংলা নববর্ষ ১৪২৩ বঙ্গাব্দ’কে স্বাগত জানানোর উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবছরও রাঙামাটির মাঝেরবস্তি এলাকায় বাংলা নববর্ষ উদযাপন পরিষদ ১৪২৩বঙ্গাব্দ কমিটি গঠিত হয়েছে। রোবার (২০মার্চ) বিকেলে শহরের স্থানীয় একটি হোটেলে এ কমিটি গঠন করা হয়।
এ সময় রাঙামাটির মাঝেরবস্তি বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্টা ও ৩নং পৌর কাউন্সিলর পুলক দে, পরিষদের উপদেষ্ঠা বরুন বিকাশ দেওয়ান সহ অন্যান্য উপদেষ্ঠামন্ডলী উপস্থিত ছিলেন।
নব গঠিত কমিটিতে মোঃ ইয়াছিন মাহামুদ খাঁন আহ্বায়ক ও মোঃ আব্দুর জব্বার সদস্য সচিব হিসেবে মনোনীত হয়। অন্যান্যদের মধ্যে সঞ্জীব কুমার দাশ (মামুন), মুনমুন চাকমা, অপু শ্রীং লেপচা ও রাজু চৌধুরী যুগ্ন আহ্বায়ক, শান্তা ত্রিপুরা, রিনি দে যুগ্ন সচিব, অজিত শীল অর্থ সম্পাদক, মুন্না আসাম সহ-অর্থ সম্পাদক, বিধান রক্ষিত, বাপ্পী দেবনাথ, কোয়েল নন্দী, জনি মারমা, উইপন চাকমা, সুজন দে, শম্পু থাপা, মোঃ জোনায়েদ, রবি দে, সুমন কান্তি দে, মোঃ রুবেল, সাজ্জাদ হোসেন, দীপ্ত দে, চন্দন দে, আকিব মাহামুদ হাসান, সৌরভ ত্রিপুরা, জিসান, বিশাল ত্রিপুরা, অর্জুন আসাম, উজ্বল দাশ ও সুজিত দাশ কার্যকরি সদস্য হিসেবে মনোনীত করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.