জাতীয় মজুরী স্কেল ২০১৫ ঘোষনা ও বাস্তবায়নসহ সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের ৬ দফা বাস্তবায়নের দাবীতে বুধবার কেপিএম এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেপিএম এ প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিবিএ নেতা হাজী নুরুল আলম, জামাল উদ্দিন, মোঃ সেলিম, কাজল বড়–য়া, মোঃ সোলায়মান, সিবিএ সাধারণ সম্পাদক হাজী আবদুল ওহাব বাবুল, সিবিএ সভাপতি তৌহিদ আল মাহবুব চৌধুরী প্রমুখ।
মানববন্ধন চলাকারে বক্তারা বলেন, সর্বনিম্ন ৮৭৫০ এবং সর্বোচ্চ ১৩,৫০০ টাকা প্রারম্ভিক মজুরী নির্ধারণ করে ১ জুলাই ২০১৫ তারিখ হতে প্রস্তাবিত জাতীয় মজুরী স্কেল ঘোষণা, সংস্থার সদর দপ্তরের ন্যায় সংস্থাধীন কারখানা সমূহে কর্মরত শ্রমিকদের পেনশন বা পেনশন পদ্ধতিতে প্রতি বছর অথবা ৬ মাসের জন্য ৩.৯৯ মাস হারে গ্রাচ্যুইটি, কারখানা সমূহে কর্মরত শ্রমিক-কর্মচারীদের প্রসূতি ছুটি ৪ মাস থেকে ৬ মাস উন্নীতকরণ সহ অনতিবিলম্বে মজুরী কমিশন বাস্তবায়নের আহবান জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.