• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    
 
ads

১৭ কোটি টাকার ব্যয়ে রাঙামাটি পৌর সভার উন্নয়ন কাজ শুরু

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2016   Wednesday

১৭ কোটি টাকার ব্যয়ে পর্যটন শহর রাঙামাটি পৌর সভার ৯টি ওয়ার্ডসহ শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকায় উন্নয়ন কাজ শুরু করেছে রাঙামাটি পৌরসভা। এ কাজে  রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী প্রতিটি এলাকায় নিজে উপস্থিত থেকে উন্নয়ন কার্যক্রম তদারকি করছেন।

 

জানা যায়,ইউজিপ-৩ প্রকল্পের মাধ্যমে রাঙামাটি পৌরসভার আওতাধীন বিভিন্ন এলাকায় প্রায় শত কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। এতে প্রায় ১৮ হাজার মিটার রাস্তা, ১৫ হাজার মিটার সিঁড়ি, দুই হাজার চারশো স্যানিটারি ল্যাট্রিনসহ আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হবে। কাজগুলো প্রায় পাঁচ বছরে পর্যায়ক্রমে করা হবে। ইতোমধ্যে যেসব রাস্তার কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। সেগুলো হলো, রিজার্ভ বাজার প্রধান সড়কসহ শুটকি পট্টি, মহসিন কলোনি, গীতাশ্রম কলোনি, পুলিশ লাইন সড়ক, ডিসি বাংলো সড়ক, ওমদামিয়া হিল, নোয়াদাম, তবলছড়ি বাজার, তঞ্চঙ্গ্যা পাড়া, শান্তিনগর, কলেজগেইট, আমানতবাগ, পৌরসভা সড়ক, ফরেস্ট কলোনি, পাবলিক হেলথ, স্বর্ণটিলা, আসামবস্তি, ট্রাইবেল আদাম, দেওয়ানপাড়া, চক্রপাড়া, মোল্লাপাড়াসহ আরো বিভিন্ন সড়কের কাজ করা হবে। একই সাথে কিছু কিছু এলাকায় সিঁড়ি ও নালা নির্মাণ করা হবে।

 

এদিকে, পৌরসভা এলাকাধীন শুরু হওয়া উন্নয়ন কাজের বুধবার এলাকা পরিদর্শন করেছেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। পরিদর্শনের সময় এলাকার  ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, পৌরসভা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময়  তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ শহরের রিজার্ভ বাজারে সরেজমিনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দেন। 

 

সূত্র জানায়, শহরের প্রধান সড়কে শুরু হওয়া রাস্তার পরিধি বৃদ্ধি করতে জনস্বার্থে সড়কের দুই পাশের ফুটপাত, ড্রেনের জায়গার জন্য সীমানা নির্ধারণ করে দেন। সীমানা থেকেই ড্রেন ও রাস্তার কাজ শুরু হবে।

রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন, নির্বাচনকালীন সময়ে পর্যটন শহর রাঙ্গামাটির উন্নয়নে আমরা জনসাধারনকে যে ওয়াদা দিয়েছিলাম সে ওয়াদা অনুযায়ী আমি নির্বাচিত হওয়ার পর পর্যটন শহর রাঙামাটির প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন। বর্তমানে প্রতিটি এলাকায় একসাথেই উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়েছে। একটা পরিকল্পনা নিয়ে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে তিনি অক্লান্তভাবে কাজ করে  যাবেন। এছাড়া শুধু সড়ক নয়, প্রতিটি সেক্টরেই উন্নয়নমূলক কাজ শুরু করা হবে বলে তিনি জানান। 

 

পৌর মেয়র আরো বলেন, বর্তমানে রাঙামাটি পৌরসভার তত্ত্বাবধানে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন (ইউজিপ-থ্রি) প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে প্রায় ১৭ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি এলাকায় এখন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এলাকা ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সার্বক্ষনিকভাবে মনিটরিং করতে পৌরসভার পক্ষ থেকে এক একটি টিম করা হয়েছে।

 

পৌর মেয়র বলেন, রাঙামাটি পৌরসভা এলাকাধীন প্রতিটি এলাকায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পরবর্তী অর্থবছরে এ প্রকল্পের ২য় পর্যায়ে ৪৫ কোটি প্রস্তাবনা পাঠানো পাঠানো হয়েছে।

 

পৌর মেয়র আরো বলেন রাঙামাটি শহরের উন্নয়নে পৌরসভার পক্ষ থেকে যেভাবে কাজ শুরু করার উদ্যোগ নেয়া হচ্ছে তাতে খুব স্বল্প সময়ের মধ্যে পৌরবাসী রাঙামাটিতে একটি পরিবর্তন দেখতে পাবেন।

 

তিনি জনস্বার্থে করা এসব উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৌরবাসীর  প্রতি সহায়তা জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

ads
ads
আর্কাইভ